মালদ্বীপে শিক্ষায় অবদান, বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তার প্রশংসা
মালদ্বীপে মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল (এমআই) কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রবাসী বাংলাদেশি আহমেদ মুত্তাকির প্রশংসা করেছেন মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।
শুক্রবার (২৯ নভেম্বর) কলেজটির ১৮তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উদ্যোক্তা আহমেদ মুত্তাকির প্রশংসা করেন তিনি।
কলেজটির প্রতিষ্ঠাতা আহমেদ মুত্তাকির সভাপতিত্বে সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশটির সাবেক উচ্চ শিক্ষা পরিষদের সদস্য ড. রাশেদা মোহাম্মদ দিদি, শ্রীলংকার অ্যাডভান্সিং বিজনেস এডুকেশন এর রিজিওনাল ডিরেক্টর প্রবিন মাহিন্দ্রা।
আরও পড়ুন
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আহমেদ মুত্তাকির অবদানে ২০০৬ সালে প্রতিষ্ঠিত এমআই কলেজটি মালদ্বীপের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এদিন স্নাতক উত্তীর্ণ সব শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞ্যান বাস্তব জীবনে প্রয়োগ করে নিজ দেশ এবং বিশ্বের কল্যাণে অবদান রাখার জন্য অনুপ্রেরণা প্রদান করেন।
অনুষ্ঠানে আহমেদ মুত্তাকি বলেন, প্রতিষ্ঠার ১৮ বছরে শিক্ষাক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছে মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজ। তবে কৃষি কোর্স পরিচালনা ও কৃষি গবেষণায় সাফল্য চোখে পড়ার মত।
আগামীতে কলেজটিকে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর করাসহ শিক্ষা খাতে বাংলাদেশ- মালদ্বীপের সম্পর্ক দীর্ঘ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
চলতি বছরে মালদ্বীপের শীর্ষস্থানীয় বেসরকারি এই কলেজের ১৭টি ব্রাঞ্চের ৪টি ফ্যাকাল্টিতে ৪৭ জনকে ব্যাজ পরানো হয়। প্রায় ৩০০০ শিক্ষার্থীর মধ্যে ২৯৪ জন গ্রাজুয়েটসহ ১০৫০ ছাত্র-ছাত্রী বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছেন। আন্তর্জাতিক মানের এই কলেজটির কৃষি বিষয়ক কোর্সটি মালদ্বীপের রাষ্ট্রপতি কর্তৃক পুরস্কার প্রাপ্ত।
এমএসএ