অস্ট্রেলিয়া বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত রোববার (১৭ নভেম্বর) সিডনির লাকেম্বার ইউনাইটেড চার্চে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আবুল হাছান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
অনুষ্ঠানে অস্ট্রেলীয় নেতাদের মধ্যে সাবেক সহ সভাপতি রুহুল আহম্মেদ সওদাগর, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন (ভার্চুয়ালি), সাবেক কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নাসির উল্লাহ এবং অন্য নেতারা বক্তব্য দেন।
আরও পড়ুন
প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিন সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ঘটেছিল, যা দেশের রাজনীতির গতিধারা পাল্টে দেয়।
বিশেষ অতিথি আব্দুস সালাম আজাদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নতুন শক্তি লাভ করে।
সভাপতির বক্তব্যে মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে তিনটি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে বিএনপি ও জিয়া পরিবার। ২০২৪ সালে তৃতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।
অনুষ্ঠান শেষে সাবেক ছাত্রদল নেতা ইমরান আহম্মেদ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন।
এসএসএইচ