সিডনিতে বিজয়া সম্মিলন : ঐক্যের উৎসব
অস্ট্রেলিয়ার ২৫টি সংগঠনের উদ্যোগে সিডনিতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলন। শনিবার (১৬ নভেম্বর) ক্যাম্পসির ওরিয়ন ফাংশন সেন্টারে আয়োজিত এ মহাসম্মিলনটি ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনোরিটিস ইন বাংলাদেশ’ (এএফএআরএমবি)-র পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বিজয়া সম্মিলনের মূল প্রতিপাদ্য ছিল ‘অশুভের বিনাশ হোক, শুচি হোক বিশ্বলোক’, যা দেবী দুর্গার উপাসনার আহ্বানকে পুনরুচ্চারিত করে। অনুষ্ঠানটি শান্তি, মঙ্গল ও শুভশক্তির প্রতিষ্ঠার প্রার্থনায় সংহত হয়ে ওঠে।
বিকেল ৪টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রাদেশিক ও ফেডারেল পর্যায়ের বিভিন্ন এমপি ও মন্ত্রী, কমিউনিটির সদস্য, স্পন্সর এবং মিডিয়া ব্যক্তিত্বরা। নিউ সাউথ ওয়েলস রাজ্যের বিভিন্ন সংগঠনের সদস্যরা সপরিবারে অংশগ্রহণ করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেকেই এ আনন্দের অংশ হয়ে ওঠেন।
অনুষ্ঠানে ভার্চুয়াল অংশগ্রহণকারীরাও বিজয়ার শুভেচ্ছা বার্তা, পূজার ছবি ও ভিডিও পাঠিয়ে সম্মিলনের আনন্দে যুক্ত হন। বিকেল ৫টায় অনুষ্ঠানটি তুষার রায় এবং অনন্যা ভট্টাচার্য ঋতুর সঞ্চালনায় শুরু হয়। কান্ট্রি অ্যাকনলেজমেন্ট, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত গাওয়ার পর মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এবারের আয়োজনের বিশেষত্ব ছিল পূর্ববর্তী বছরের বিজয়া সম্মিলনের ছবি ও ভিডিও প্রদর্শন। আকাশ দের তত্ত্বাবধানে নির্মিত এ ভিডিওগুলো একত্রিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আনন্দ উদযাপনের বার্তা দেয়।
দ্বিতীয় পর্বে দেবযানী রায়ের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হয়। এএফএআরএমবির বিভিন্ন সংগঠন থেকে সাংস্কৃতিক পরিবেশনা, স্তোত্রপাঠ, কবিতা আবৃত্তি, গান ও নাচ উপস্থাপিত হয়।
ফেডারেল পার্লামেন্টের সদস্য জুলিয়ান লীসার, প্রাক্তন সদস্য লরি ফারগুসন ও হিন্দু কাউন্সিল অস্ট্রেলিয়ার পরিচালক শোভা দেশিকান বক্তৃতায় বিজয়া সম্মিলনের গুরুত্ব ও দীপাবলির মতো অনুষ্ঠানের প্রশংসা করেন। তারা বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতনের অবসান এবং তাদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
পুরো অনুষ্ঠানটি ছিল বর্ণময় ও প্রাণময়, যা বহুজাতিক সমাজে প্রাণ ও প্রেরণা সঞ্চারিত করে। উপস্থিত সব সংগঠনের প্রতিনিধিরা ঐক্য অটুট রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী অবন্তী সিঁথি এবং লন্ডন প্রবাসী শিল্পী অমিত দের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা অনুষ্ঠানের আবহকে আরও উজ্জ্বল করে।
এসএসএইচ