চীনে শিক্ষার্থীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা
চীনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পৃক্ততা কার্যক্রমের অংশ হিসেবে দেশটির অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা করেছে বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মতবিনিময় সভাটি বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঝেংঝু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে সহায়তা করে ঝেংঝু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দূতাবাসের প্রথম সচিব আসিফা আশরাফ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান, প্রটোকল সহকারী লিটন মাহমুদ, চাইনিজ অনুবাদক শার্লিসহ অন্যান্যরা। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দূতাবাসের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় দূতাবাসের কর্মকর্তাদের স্বাগত জানান ঝেংঝু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিএইচডি রিসার্চ ফেলো মো. মোস্তাফিজুর রহমান, পিপাশা খাতুন, তনুশ্রী দত্ত, পিএইচডি প্রার্থী মো. শরিফুল ইসলাম, আবিদ শাওনসহ অন্যান্য শিক্ষার্থীরা।
আরও পড়ুন
উপস্থিত শিক্ষার্থীরা তাদের প্রবাসী জীবনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন এবং চীনে তাদের অবস্থানকালীন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে দূতাবাসের কর্মকর্তাদের কাছে বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপিত হয়।
প্রথম সচিব আসিফা আশরাফ বলেন, শিক্ষার্থীদের সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তা ছাড়া, দেশ গঠনে চীনপ্রবাসী বাংলাদেশিদের বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি চীনে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে প্রবাসীদের আরও বেশি যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আশ্বাস দিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে বেইজিং থেকে ই-পাসপোর্ট চালু হবে এবং যেকোনো জরুরি সার্ভিস দ্রুততার সঙ্গে দেওয়ার বিষয়ে দূতাবাস কাজ করছে।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ের প্রায় ২০ জন শিক্ষার্থী এই সভায় অংশগ্রহণ করেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৮০টি দেশের প্রায় ২৫০০'র অধিক শিক্ষার্থী পড়াশুনা করে, যার মধ্যে বাংলাদেশি প্রায় ৩৫০ এর বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।
এমজে