মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়
কুয়ালালামপুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে পেনাং প্রদেশে অবস্থিত মোটরসাইকেল এসেমব্লিং কোম্পানি সানলাইট পাওয়ার ফ্যাক্টরি পরিদর্শন করেছেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। সোমবার (৪ নভেম্বর) তিনি ওই ফ্যাক্টরি পরিদর্শন করেন ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় তিনি সেখানে কর্মরত প্রবাসীদের বেতন, থাকার জায়গাসহ বিভিন্ন সুবিধা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
হাইকমিশনার প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর এবং সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান জানান। তিনি প্রবাসীদের বাংলাদেশের সুনাম ধরে রাখার এবং মালয়েশিয়া সরকারের নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান।
সানলাইট পাওয়ারের মানব সম্পদ ও প্রশাসনের সিনিয়র ম্যানেজার আং ইয়ং সেন এলসন বাংলাদেশের কর্মীদের কর্মদক্ষতা এবং আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন।
আরও পড়ুন
মতবিনিময়কালে হাইকমিশনার প্রবাসী কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। হাইকমিশনারের সঙ্গে নিজেদের সুবিধা ও অন্যান্য বিষয় নিয়ে সরাসরি কথা পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।
এর আগে হাইকমিশনার সানলাইট পাওয়ার ফ্যাক্টরির কার্যক্রম ঘুরে দেখেন। এ ফ্যাক্টরিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ এবং সুন্দর কর্মপরিবেশ দেওয়ার জন্য হাইকমিশনার ফ্যাক্টরি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এসময় কোম্পানির মানব সম্পদ ও প্রশাসনের সিনিয়র ম্যানেজার আং ইয়ং সেন এলসন, মানব সম্পদ ও প্রশাসনের ম্যানেজার ল বি ইউয়ান, প্রডাকশন ম্যানেজার পর কিম ইয়ং, ওয়ার্কার রিক্রুটিং এজেন্ট নানা লিম, হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসএসএইচ