বাহরাইনে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন
প্রতি বছরের ন্যায় সপ্তমবারের মতো বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস সংলগ্ন ভিলা আমায়াতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখা বাহরাইনের উদ্যোগে শ্যামা পূজা ও দীপাবলি উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রবাসী বাংলাদেশি, ভারত ও নেপালসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা শ্যামা পূজা ও দীপাবলির বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শাঁখ কাঁসর ঘণ্টা ও ঢাকের তালে নাচে গানে সবাই উৎসবে মেতে ওঠেন। অনুষ্ঠানে শিশু শিল্পীদের নৃত্য ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন
এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের হিসাবরক্ষক সঞ্জয় পন্ডিত, বিশেষ অতিথি বাহরাইন হিন্দু মহাজোটের সভাপতি অনুকুল দেবনাথ। সঞ্চালনায় ছিলেন হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব।
অনুষ্ঠানে সব সনাতনী মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে দীপাবলীর মূল আহ্বান আলো উদ্ভাসনার প্রার্থনার মধ্য দিয়ে শ্যামা পূজার পুষ্পাঞ্জলি গ্রহণ করেন।
এসএসএইচ