আমিরাতে এলডিপির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সংযুক্ত আরব আমিরাতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার আবুধাবিতে ইব্রাহিম হোটেল বলরুমে এলডিপি আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম ইদ্রিস। ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমেদ (বীর বিক্রম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল মান্নান, মোহাম্মদ, নুরুদ্দিন পারভেজ, মোহাম্মদ খোরশেদ আলম, নাজিম উদ্দিনসহ আরো অনেকে।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন যুবদল নেতা শাহজাহান মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ জুনায়েদ, ব্যবসায়ী আব্দুল কাদের, ব্যবসায়ী মো. রাশেদ, ব্যবসায়িক মোহাম্মদ রাসেলসহ আরো অনেকে।
বক্তারা বলেন, আগামীতে বাংলাদেশে ন্যায়পরায়ণ, সৎ সাহসী সত্যবাদী, বাংলাদেশের সকলের পরিচিত মুখ ড. কর্নেল (অব.) অলি আহমেদকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের মন্ত্রী থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে দুদক কোনো দুর্নীতি বের করতে পারে নাই।
তারা আরও বলেন, আন্দোলনের মাধ্যমে ১৬ বছর থাকা ফ্যাসিস্ট সরকারকে বিদায়ের মাধ্যমে দেশে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। তাদের এই অপকর্ম, দুর্নীতিবাজ, নির্যাতন এবং টাকা পাচারকারী সবাইকে আইনের মাধ্যমে এনে বিচার করতে হবে।
অনুষ্ঠানে কেক কেটে দলের প্রতিষ্ঠাতাবার্ষিকী পালন করা হয়। পরে দেশ ও প্রবাসে শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এমজে