ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় নিউহাম লেজার সেন্টারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সর্বমোট ১৫টি দল অংশ নেয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনসার আহমদ উল্লাহ। সংগঠনের সহ সভাপতি জামাল আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী ও বিশিষ্ট রাজনীতিবিদ, কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ।
সভায় বক্তারা বলেন, এই যান্ত্রিক জীবনে খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, ব্রিটেনে বাংলা সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সব সময় ব্যতিক্রম কিছু আয়োজন করে, যা বাঙালি কমিউনিটির কল্যাণে ব্যাপক ভূমিকা রাখে। এই ধারা অব্যাহত রাখতে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতি আহ্বান জানান বক্তারা।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি সাজিদুর রহমান, যুগ্ম সম্পাদক মুহাম্মদ সালেহ আহমদ, কোষাধ্যক্ষ আশরাফুল হুদা, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি এম এ বাছির, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইভেন্ট সেক্রেটারি এ রহমান অলি, সাংবাদিক সোহাগ, নিউহাম ক্লাবের পক্ষ থেকে আলমগীর হোসেন, আব্দুল বাছির, আবু বকর, জাকির হোসেন, আব্দুল বাছিত প্রমুখ।
এসএসএইচ