লন্ডনে বর্ণবাদী হামলায় ব্রিটিশ বাংলাদেশি রইস উদ্দিন নিহত
লন্ডনে বর্ণবাদের ভয়ংকর শিকার হয়েছেন রইস উদ্দিন। পূর্ব লন্ডনে প্রতিবেশী শ্বেতাঙ্গের হাতে এই ব্রিটিশ বাংলাদেশি খুন হয়েছেন। প্রত্যক্ষদর্শী, প্রতিবেশী ও স্বজনরা এটিকে বর্ণবাদী হামলা হিসেবে উল্লেখ করেছেন।
প্লটের মেইন দরজা খোলা রাখা নিয়ে বিরোধের জের ধরে পূর্ব লন্ডনের নিউহ্যামের কানিংটাউনের কাস্টমস হাউজে গত ৫ অক্টোবর একজন শ্বেতাঙ্গ প্রতিবেশীর চুরির আঘাতে মারাত্মক আহত হন। পরে ব্রিটিশ বাঙালি রইস উদ্দিন রয়েল লন্ডন হসপিটালে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকরা তাকে লন্ডনের সেন্ট বাথলুমিজ হাসপাতালে পাঠান। এর ২ দিন পরে সোমবার (৭ অক্টোবর) তিনি ওই হাসপাতালেই মারা যান।
আরও পড়ুন
এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে ব্রিটেনে বর্ণবাদী হামলা বলে জানিয়েছেন তার প্রতিবেশী রাজ হাসান।
এদিকে পুলিশ ওই শ্বেতাঙ্গ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কিন্তু এ ঘটনায় প্রতিবেশীসহ বাঙালি জনমনে ও কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। সবাই হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চান। পুনরায় এরকম কোনো ঘটনার সাক্ষী হতে চান না তারা।
এসএসএইচ