মালদ্বীপ প্রবাসীদের অপরাধ থেকে দূরে থাকার অনুরোধ হাইকমিশনের
অবৈধ মাদক ও ডলার ব্যবসা ইত্যাদি থেকে মালদ্বীপ প্রবাসীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। একই সঙ্গে দেশগঠনে অর্ঙ্গের্তীকালীন সরকারকে সহযোগিতায় বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) হাইকমিশনের কনফারেন্স রুমে মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
অভিবাসন সমস্যা নিরসনের লক্ষ্যে অবৈধ অভিবাসীদের ধরতে মালদ্বীপ হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় দেশজুড়ে ‘অপারেশন কুরাঙ্গী’ নামে অভিযান চালাচ্ছে ধারাবাহিকভাবে।
তাই ধরপাকড় নিয়ে এখনও আতঙ্কে বিভিন্ন দেশের প্রবাসীরা। এছাড়া, প্রতিনিয়ত আটক হচ্ছেন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বাংলাদেশিরাও।
চলমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সচেতন করতে হাইকমিশনের হলরুমে প্রবাসীদের নিয়ে মতবিনিময় করেন রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। এ সময় বিভিন্ন প্রশ্নের জবাব দেন মিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ।
মালদ্বীপের আইন অনুযায়ী, ওয়ার্ক পারমিট ভিসায় এ দেশে এসে কোনো অভিবাসী ব্যবসা করতে পারবেন না। এটি মালদ্বীপের শ্রম আইনের লঙ্ঘন। অন্যথায় জেল-জরিমানাসহ দেশে ফেরত পাঠানোর কথাও জানায় দেশটির ইমিগ্রেশন বিভাগ।
মালদ্বীপের আইন মেনে কাজ করে প্রকৃত রেমিট্যান্স যোদ্ধা হয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার আহ্বান জানান হাইকমিশনার।
কেএ