বিড়ালের মাংস বিক্রির অভিযোগ, মালদ্বীপে বাংলাদেশির বিরুদ্ধে নোটিশ
বিড়ালের মাংসযুক্ত খাবার তৈরি ও বিক্রি করার অভিযোগে এক বিদেশির বিরুদ্ধে ‘নোটিশ টু পিয়ার’ জারি করেছে মালদ্বীপ ইমিগ্রেশন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী আরাফাত হোসেন বাংলাদেশি নাগরিক।
তাকে পাঁচদিনের মধ্যে মালদ্বীপ ইমিগ্রেশনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একটি মালদ্বীপে বিড়ালদের কল্যাণে কাজ করা এনজিও ফেলাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনও এক্সে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
— Maldives Immigration (@ImmigrationMV) August 19, 2024
আরও পড়ুন
আরাফাত অবৈধভাবে ভালহোমাস মার্কেটে কাজ করেন। এছাড়াও তিনি বিড়ালের মাংস রান্না করে বিক্রি করার অভিযোগে সন্দেহভাজন বলে জানিয়েছে ফেলাইন ওয়েলফেয়ার।
আরাফাতের অবস্থান সম্পর্কে জানলে ইমিগ্রেশনের ৯১৯৯০১৭ নম্বরে কল করতে অনুরোধ করা হয়েছে।
— Feline Welfare Organization (@FelineWO) August 19, 2024
এসএসএইচ