প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক পালন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ।
গত মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরের জালান ইপোর একটি হোটেলে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি দাতো শ্রী কামরুজ্জামান কামাল।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারানো সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। এ রকম মৃত্যু কারোরই কাম্য নয়।
প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের পাঠানো টাকার সুবিধা শুধু আপনার পরিবারই ভোগ করে না, দেশের দরিদ্র মানুষও এর সুবিধা পায়।
তিনি আরও বলেন, আপনার সন্তানরা স্কুলে বিনামূল্যে বই পায়, উপবৃত্তি পায়, সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসা পায় এমনকি বিশ্ববিদ্যালয়ে সামান্য খরচে পড়াশোনার সুযোগ পায়। এছাড়া এয়ারপোর্ট থেকে যে রাস্তা দিয়ে বাড়ি ফেরেন সেই রাস্তা নির্মাণেও কিন্তু আপনাদের পাঠানো রেমিট্যান্স থেকে ব্যয় নির্বাহ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা দাতো আক্তার, মনিরুজ্জামান মনির, কাইয়ুম সরকার।
কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ আর মামুন, সাধারণ সম্পাদক মো. সাঈদ সরকার, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়ার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, এম এম রোসি, মো. আনোয়ার, মো. আউয়াল, সাবেক ছাত্রলীগ নেতা মো. আনিছুর রহমান রিপন, মওদুদ মোল্লা, ফারুক সিকদার শান্তসহ অনেকে।
এমজে