কোটা আন্দোলনে নিহতদের জন্য মালয়েশিয়ায় শোকসভা
কোটা আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে শোকসভা করেছে মালয়েশিয়ার বঙ্গবন্ধু ফাউন্ডেশন।
বিজ্ঞাপন
মঙ্গলবার বিকেলে কুয়ালালামপুরের একটি হোটেলে এ আয়োজন করা হয়।
সভায় সংগঠনের সভাপতি দাতো আব্দুল রউফ লিটন বলেন, কোটা আন্দোলনে নিহতদের প্রতি সমবেদনা জানাই। এ ছাড়া যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে। সহিংসতা রক্তপাত কারোর কাম্য নয়।
বিজ্ঞাপন
একই সঙ্গে দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, প্রদীপ কুমার, সদস্য রাশেদ বাদল, মো. ইয়াসিন, মো. শান্ত প্রমুখ।
এমজে