কুয়েতে মৃত প্রবাসীর স্বজনের সন্ধান চায় দূতাবাস
কুয়েত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মোবারকের মরদেহ হস্তান্তরের জন্য পরিবার ও স্বজনদের সন্ধান চায় কুয়েত, বাংলাদেশ দূতাবাস।
সোমবার (২৯ এপ্রিল) দূতাবাসে অফিসিয়াল ফেসবুক পেইজে কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদ মোবারক গত ২৩ মার্চ কুয়েতে মৃত্যুবরণ করেন। তার মৃতদেহ কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে হিমাগারে সংরক্ষিত আছে। মৃত মোবারকের পাসপোর্টে দেওয়া জরুরি যোগাযোগের নম্বরে ফোন করেও তার স্বজনের খোঁজ পাওয়া যায়নি।
মোবারকের মৃতদেহ দেশে পাঠানো অথবা কুয়েতে সৎকারের জন্য বাংলাদেশে তার স্বজনের/ওয়ারিশগণের অনাপত্তি পত্রের প্রয়োজন।
মোহাম্মদ মোবারকের পাসপোর্ট অনুযায়ী তার পিতা ইরফান খান, মাতা রহিমা, জন্ম তারিখ ১০ এপ্রিল ১৯৮০, দেশের ঠিকানা সোয়ানি, জয়মন্ডপ, সিঙ্গাইর, মানিকগঞ্জ।
এ অবস্থায়, মৃত মোহাম্মদ মোবারকের আত্মীয়/ওয়ারিশগণকে দূতাবাসের নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ফরিদ হোসেন, কল্যাণ সহকারী: মোবাইল: +৯৬৫ ৯৪৪২৯৭৪৪ আনোয়ার সাদাত, কল্যাণ সহকারী: মোবাইল: +৯৬৫ ৯৯৪৬৭৫৩৮।
এমএ