পর্তুগালে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেবে সিআরসিআইপিটি
পর্তুগালের রাজধানী লিসবনে শনিবার (২৩ মার্চ) স্থানীয় একটি রেস্টুরেন্টে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের ইসলামিক সংগঠন সিআরসিআইপিটি ইফতার মাহফিলের আয়োজন করে। বাংলাদেশি কমিউনিটির জন্য আয়োজিত এ ইফতার মাহফিলে আলোচনায় বক্তারা সবাইকে পর্তুগালে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সংগঠনটির সভাপতি আবু নাঈম মুহাম্মদ শহীদুল্লাহ্ বলেন, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা পর্তুগাল সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা যেমন বাংলাদেশকে ভালোবাসি তেমনি পর্তুগালকেও ভালোবাসি। পর্তুগালের অর্থনৈতিক, সামাজিক উন্নয়নে আমাদের ভূমিকা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। মুসলিম হিসেবে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পর্তুগালের অমুসলিমদের কাছে আমাদের আলো ছড়িয়ে দিতে হবে যাতে তারা বুঝতে পারে ইসলাম একটি শান্তির ধর্ম।
আরও পড়ুন
সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন কমিউনিটির সিনিয়র নেতা ও বায়তুল মোকাররম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সভাপতি রানা তসলিম উদ্দিন, মার্তিম মুনিজ জামে মসজিদের সভাপতি মোশারফ হোসাইন, সেক্রেটারি সাজিদ মোহাম্মদ।
এতে বিভিন্ন শিল্পীরা মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন স্তরের নেতারা এবং স্থানীয় বিভিন্ন মসজিদের পরিচালনা পর্ষদের সদস্য মধ্যে ইসলামিক সেন্টারের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, হযরত খাদিজাতুল কুবরা জামে মসজিদের সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএসএইচ