হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে ৭ মার্চ পালন
যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ মার্চ) হাইকমিশনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বানী পাঠ করেন যথাক্রমে হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) ও দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান।
প্রবাসী বাংলাদেশিদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন প্রবাসী ব্যবসায়ী গ্লোবাল রিচ মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের সিইও মোহাম্মদ সোহেল রানা (সি আই পি) ও মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর।
প্রধান অতিথির বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন বঙ্গবন্ধুর ৭ই মার্চের দিক নির্দেশনাপূর্ণ অনন্য এ ভাষণ বাঙালি জনগণকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনুপ্রাণিত করেছিল। যার ফলশ্রুতিতে লাখ লাখ আপামর জনগণ প্রাণ বাজি রেখে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে ইউনেস্কো ২০১৭ সালের ৩০শে অক্টোবর এই ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজের মর্যাদা দিয়ে ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডে অন্তর্ভুক্ত করেছে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ওপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়। এবাদ উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন। সর্বশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এমএ