নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন যথাযথভাবে ‘শহীদ দিবস’ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
গতকাল সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির অংশ হিসেবে মিশনের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা চ্যান্সারি প্রাঙ্গণে বের হওয়া ‘একুশে প্রভাত ফেরী’-তে যোগ দেন।
এ সময় তারা হাইকমিশন চত্বরে স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে এ উপলক্ষ্যে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নিয়ে ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
আরও পড়ুন
তিনি সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত ও যথাযথভাবে সংরক্ষণের ওপর জোর দেন। তিনি অন্যান্য ভাষা শেখা এবং বিলুপ্তির হাত থেকে বিপন্ন ভাষাকে বাঁচাতে গুরুত্ব দেন।
সূত্র : বাসস।
এনএফ