প্যারিসে প্রথম স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা
ফ্রান্সের রাজধানী প্যারিসে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনারে প্রথমবারের মতো বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টায় প্যারিসের বিখ্যাত সেইন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে নির্মিত শহীদ মিনারে অ্যাসোসিয়েশন ছিকানো বাঙালি ও একুশ উদযাপন পরিষদ, ফ্রান্স যৌথভাবে নানা আয়োজনে এ দিবসটি উদযাপন করে।
১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে ফ্রান্সে প্রবাসী বাঙালিরা শ্রদ্ধা ও ভালোবাসায় এ দিবসটি পালন করলেও প্রথমবারের মতো স্থায়ী শহীদ মিনারে পালন করল প্যারিস প্রবাসীরা।
বিকেল তিনটায় সেন্ট ডেনিসের সহকারী মেয়র স্থায়ী শহীদবেদিতে ফুল দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু করেন।
এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় অ্যাসোসিয়েশন বাঙালি, একুশ উদযাপন পরিষদ ফ্রান্স, ফ্রান্স আওয়ামী লীগ, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, ফ্রান্স সংসদ, বঙ্গবন্ধু পরিষদ-ফ্রান্স, বরিশাল বিভাগীয় সমিতি-ফ্রান্স, নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্স, দোহা নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও সাংবাদিকদের সংগঠনসহ প্যারিসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণে মুখরিত হয়ে উঠে প্যারিসের প্রথম স্থায়ী শহীদ মিনার প্রাঙ্গণ।
এসময় অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব ও স্থায়ী শহীদ মিনার নির্মাণের অন্যতম অর্থদাতা কাজী এনায়েত উল্লাহ, ছিকানো বাঙালি অ্যাসোসিয়েশনের সভাপতি সরুপ সদিওল, একুশ উদযাপন পরিষদ, ফ্রান্সের আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য শুভ ও সদস্য সচিব এমদাদুল হক স্বপন সর্বস্তরের প্রবাসী বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পিএইচ