রিয়াদে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে রাষ্ট্রদূত
এসএসসি পরীক্ষা চলাকালীন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা সেকশন) কেন্দ্র পরিদর্শন করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার) রিয়াদে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পরিচালিত একমাত্র এসএসসি পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শন করেন রাষ্ট্রদূত।
রিয়াদের বাংলাদেশ মিশন জানায়, এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে রিয়াদ কেন্দ্রে ৪৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
আরও পড়ুন
বাংলাদেশ সময়ের সঙ্গে মিল রেখে নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে।
এনআই/এনএফ