গ্রিক উপকূল থেকে ৮৪ অভিবাসী উদ্ধার, আটক ৪
গ্রিসের ক্রিতি দ্বীপের দক্ষিণ উপকূলে আসা ৮৪ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষীরা। ওই সময় অভিবাসীদের পাচারে জড়িত সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করার তথ্য দিয়েছে এথেন্স।
রোববার (১১ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার ক্রিতি দ্বীপে আসা আলাদা দুটি অভিবাসী নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে।
প্রথম ঘটনায় ক্রিতি দ্বীপের দক্ষিণে ৪৬ নটিক্যাল মাইল (৮৫ কিলোমিটার) দূরে আসা একটি নৌকা যান্ত্রিক ত্রুটির কারণে ঝুঁকিতে পড়েছে বলে হেলেনিক উপকূলরক্ষীদের সতর্ক করা হয়।
এ তথ্যের ভিত্তিতে ওই অঞ্চলে অভিযান চালিয়ে একটি অভিবাসী নৌকা খুঁজে পেয়েছিল গ্রিক নৌবাহিনীর একটি ফ্রিগেট। অভিযানে মোট ৭২ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৫৪ জন পুরুষ এবং ১৪ জন অভিভাবকহীন নাবালক। তাদের সবাইকে উদ্ধারের পর ক্রিতি দ্বীপে নিয়ে আসা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে উপকূলরক্ষীরা ৩০ এবং ১৮ বছর বয়সী দুজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অভিবাসীদের নিয়ে আসা নৌকাটির চালকের ভূমিকায় থাকার অভিযোগ আনা হয়েছে।
নৌকাটি লিবিয়ার তব্রুক বন্দর থেকে রওনা হয়েছিল বলে নিশ্চিত করেছে উপকূলরক্ষীরা।
অভিবাসীরা গ্রিক কর্তৃপক্ষকে বলেছে, তারা গ্রিসে পৌঁছাতে পাচারকারীদের জনপ্রতি দুই থেকে চার হাজার মার্কিন ডলার সমমানের অর্থ প্রদান করেছে।
আটক দুই ব্যক্তির বিরুদ্ধে একটি গ্যাং গঠন, অভিবাসীদের গ্রিসে বেআইনি প্রবেশে সহায়তা করা ও তাদের জীবনকে ঝুঁকিতে ফেলার অভিযোগ আনা হবে বলে জানিয়েছে এথেন্স।
দ্বিতীয় ঘটনাটি গ্রিসের রোডস দ্বীপের। শনিবারের উপকূলরক্ষীদের জানানো হয় একদল লোক রোডস দ্বীপের একটি সৈকতে অবতরণ করেছে। পরে উপকূলরক্ষীরা ঘটনাস্থলে একটি টহল নৌকা ও গ্রিক পুলিশের একটি দলকে পাঠায়।
টহল বোটটিও ওই সময় দুই ব্যক্তিকে নিয়ে তুর্কি উপকূলের দিকে যাওয়া একটি স্পিডবোটকে বাঁধা দিয়ে দুই বিদেশি নাগরিককে আটক করে। ২৪ ও ৩৪ বছর বয়সী দুই যুবক কোনো প্রকার ভ্রমণের কাগজপত্র ছাড়াই সেখানে অবস্থান করছিলেন।
এ ঘটনার একটু পরে সৈকতের দিকে আসা পুলিশের টহল দল পাঁচজন পুরুষ, চারজন নারী এবং পাঁচজন নাবালকসহ মোট ১৪ জনকে খুঁজে পায় বলে জানায় কর্তৃপক্ষ। তাদের যে জায়গায় পাওয়া গেছে সেটিকে বলা হয় অ্যান্থনি কুইন সৈকত।
গ্রিক কর্তৃপক্ষের ধারণা, যে স্পিডবোটটি আটক করা হয়েছে তারা অভিবাসীদের নামিয়ে দিয়ে তুরস্কে তাদের ঘাঁটিতে ফিরছিল। ওই দুইজনকেও সন্দেহভাজন পাচারকারী হিসেবে আটক করা হয়েছে।
তবে সবগুলো ঘটনায় উদ্ধার হওয়া অভিবাসী ও পাচারকারীদের জাতীয়তা ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর অনুসারে, গত বছর ৪১ হাজার ৫৬১ জন অনিয়মিত অভিবাসী সমুদ্রপথে গ্রিসে পৌঁছেছিল। ২০২২ সালে এ সংখ্যাটি ছিল ১২ হাজার ৭৫৮ জন।
সূত্র : ইনফোমাইগ্রেন্টস
এসএসএইচ