মালদ্বীপের পর্যটনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইউএস-বাংলার প্রতিনিধি দল
মালদ্বীপের পর্যটনমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম ফয়সালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি প্রতিনিধি দল। সোমবার (২৯ জানুয়ারি) প্রতিনিধি দলটি মন্ত্রণালয়ে গিয়ে সাক্ষাৎ করে।
এসময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম ও স্টেশন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে বাধা-বিপত্তি ছাড়াই বাংলাদেশি টুরিস্টরা যেন মালদ্বীপে যেতে পারেন, সেই সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। তারা পর্যটন খাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ৬৮ শতাংশ বেড়েছে। যা আগামীতে দ্বিগুণ হবে বলে এসময় প্রত্যাশা করা হয়।
আরও পড়ুন
পরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে মালদ্বীপের পর্যটনমন্ত্রীকে বোয়িং ৭৩৭-৮০০ রেপ্লিকা উপহার দেওয়া হয়। মন্ত্রী ইউএস-বাংলা এয়ারলাইন্সের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ঢাকা-মালদ্বীপ রুটে আরও ফ্লাইট বাড়ানোর অনুরোধ জানান।
এসএসএইচ