নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের মিলনমেলা
বাংলাদেশি আমেরিকান নারীদের নিয়ে গঠিত সংগঠন উইমেন অব বাংলাদেশি হেরিটেজের (ডব্লিউবিএইচ) আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) নিউইয়র্কের লং আইল্যান্ডের ওয়েস্ট হেম্পস্টেডের ইকো পার্কে বাৎসরিক এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক উৎসব ও বিনোদনপূর্ণ রাতে উইমেন অব বাংলাদেশি হেরিটেজের আয়োজক সদস্যসহ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠান শুরু হয় স্বাগত বক্তব্য দিয়ে। তারপর লেডিস ট্যালেন্ট শোতে সদস্যরা তাদের অসাধারণ প্রতিভা, বিভিন্ন ধরনের দক্ষতা এবং পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
বাংলার ঐতিহ্য ধরে রাখতে কাঁথা সেলাই করেছেন সংগঠনের সদস্যরা। সেই কাঁথা নিয়ে একটি মনোমুগ্ধকর ফ্যাশন শো হয়। এছাড়া শাড়ি পেইন্টিং এবং প্রদর্শন, নারীদের জীবনের গল্প, গান ও কবিতার মাধ্যমে বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রকাশ করেছেন সদস্যরা।
এরপর লাতিন সংগীতের ছন্দময় তাল অনুষ্ঠানে গতিশীল বৈশ্বিক আবহের সৃষ্টি করে। সবশেষে অনুষ্ঠানটি সদস্যদের নাচের জন্য উন্মুক্ত করা হয়। তারা নেচে গেয়ে একসঙ্গে বন্ধুত্ব ও আনন্দের অনুভূতি ভাগ করে নেন।
এসএসএইচ