কাতালোনিয়া সংসদ পরিদর্শন করলেন প্রবাসী ১৫ বাংলাদেশি
স্পেনের ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টিতে প্রথমবারের মতো সদস্য পদ পেয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। স্পেনে বৈধভাবে বসবাসকারী বিদেশি যেকোনো নাগরিক এই দলে অন্তর্ভুক্ত হতে পারেন।
সোশ্যালিস্ট পার্টির সদস্য লোকমান হোসেনের নেতৃত্বে স্পেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিরা স্পেনের মূলধারার রাজনীতি সোশ্যালিস্ট পার্টিতে যোগদানের মধ্যে দিয়ে এই প্রথম প্রবাসী বাংলাদেশিদের ১৫ জনের একটি প্রতিনিধি দল কাতালোনিয়া সংসদ ভবন পরিদর্শন করেছেন।
সোশ্যালিস্ট পার্টির কাতালোনিয়া (পিএসসি) সংসদ সদস্য ফেরান পেড্রেটের সার্বিক তত্ত্বাবধানে ও মারিয়া কনেসা সংসদ ভবনের ভিতরে সফরসঙ্গী হিসাবে তাদের গাইড করেন।
সংসদ সদস্য ফেরান পেড্রেট কাতালোনিয়া সংসদের অতীত ও বর্তমান ইতিহাস বর্ণনা করে বলেন সিউদাদেলা পার্কে অবস্থিত এ ভবনটি ফ্লেমিশ বংশোদ্ভূত প্রকৌশলী জর্জ প্রসপার ভারবুম দ্বারা একটি সামরিক অস্ত্রাগার হিসাবে ডিজাইন করা হয়েছিল। সামরিক অস্ত্রাগার হিসাবে ব্যবহৃত ১৮ শতকের একটি ভবন ১৯৩২ সালে কাতালান সংসদ ভবনে রূপান্তরিত হয়েছিল।
বাংলাদেশিদের ১৫ জনের প্রতিনিধি দলে যারা ছিলেন তারা হলেন— লোকমান হোসেন, শফিউল আলম, পার্থ দেব, গিয়াস উদ্দিন, শাব্বীর আহমদ দুলাল, শিপলু আহমেদ নিয়াজী, আলিম উদ্দিন, আব্দুর জব্বার খচরু, জহিরুল ইসলাম, মো. আবু বাকার মণ্জু রাশিদ, ইজাজুল ইসলাম, জসিম উদ্দিন, সাদিয়ান আহমেদ, শাহাব উদ্দিন, তুতিউর রহমান, আয়নুল হক।
কাতালোনিয়া সংসদ ভবন পরিদর্শন করে তারা না জানা অনেক কিছু জানতে পেরেছেন বলে উল্লেখ করেন।
এনএফ