বাহরাইনে ‘মুজিব’ সিনেমা দেখতে প্রবাসীদের ভিড়
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রদর্শিত হলো ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বাহরাইনের ডানা মলের ইপিক্স সিনেমা হলে মুজিব সিনেমাটি প্রদর্শন করা হয়।
বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে সিনেমা দেখতে উপস্থিত ছিলেন বাহরাইন পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ অনেক সরকারি কর্মকর্তা। এছাড়া বাহরাইনে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা এ সিনেমা উপভোগ করেন।
বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, সাংবাদিক, বিশিষ্ট বিদেশি ব্যক্তিরা, বাংলাদেশি প্রবাসী, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা একসঙ্গে সিনেমাটি দেখেন।
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখার পর দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স একেএম মহিউদ্দিন কায়েস বলেন, এ ছবির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাল, মুক্তিযুদ্ধ, সংগ্রাম, স্বাধীনতা এবং দেশের জন্য তার ত্যাগ-তিতিক্ষার বাস্তব ঘটনা অবলোকন ও অনুধাবন করতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ এবং বাংলাদেশ মানে বঙ্গবন্ধু।
তিনি আরও বলেন, এ সিনেমা বাহরাইনে প্রদর্শনের কারণে অনেক বিদেশি অতিথি জাতির পিতার জীবনী, বাংলাদেশের স্বাধীনতাসহ মুক্তিযুদ্ধ সর্ম্পকে স্পষ্ট ধারণা লাভ করেছেন। সিনেমাটি আরও এক সপ্তাহ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে ইপিক্স সিনেমা হলে প্রদর্শিত হবে। প্রবাসী বাংলাদেশিদের বঙ্গবন্ধুর সংগ্রাম, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতা সম্পর্কে আরও বেশি করে জানতে চলচ্চিত্রটি দেখার আহ্বান জানাই।
বিদেশি অতিথি ও প্রবাসী বাংলাদেশিরা ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এনআই/এসএসএইচ