সুইজারল্যান্ডে পালিত হলো দুর্গাপূজা
ধর্ম যার যার উৎসব সবার– এ কথা মাথায় রেখে সুইজারল্যান্ডের জেনেভা, লুসান ও জুরিখসহ বিভিন্ন ক্যান্টনে পালিত হলো শারদীয় দুর্গোৎসব।
সুইজারল্যান্ডের জেনেভায় বসবাসরত বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে অক্টোবরের ২২ ও ২৩ ও ২৪ তারিখ (শনিবার, রোববার, সোমবার ও মঙ্গলবার) উদযাপন করেছেন দুর্গাপূজা। বিশেষ সংগীত ও নৃত্যানুষ্ঠান পূজার আমেজ আরও বাড়িয়ে তোলে। আগমনী সর্বজনীন পূজা পরিষদ প্রতিবারের মতো এই সর্বজনীন পূজার আয়োজন করে।
প্রতি বছরের মতো এবারও সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে মহাসমারোহে পালিত হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং বাঙালি হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষ্যে সুইজারল্যান্ডের সর্ববৃহৎ শহর জুরিখে সর্বজনীন আনন্দলোক মিলন মন্দির এবং অলিম্পিক শহর লুসান বাঙালি সংঘ ঐকতান কর্তৃক পূজার আয়োজন করা হয়।
দুর্গাপূজা ভারত, বাংলাদেশ ও নেপালসহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে। তবে বাঙালি হিন্দু সমাজের প্রধান ধর্মীয় উৎসব হওয়ার দরুন ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও ঝাড়খণ্ড রাজ্যে ও বাংলাদেশে দুর্গাপূজা বিশেষ জাঁকজমকের সঙ্গে পালিত হলেও বর্তমানে সুইজারল্যান্ডসহ ইউরোপের দেশগুলোতে বসবাসরত বাঙালিরাও নিয়মিত জাঁকজমকের সঙ্গে দুর্গাপূজা পালন করে আসছেন।
এসএসএইচ