প্রবাসীর স্বার্থ রক্ষায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ভূমিকা প্রশংসনীয়
ইউএস-বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেছেন, বিমানের টিকিট ক্রয়ের ক্ষেত্রে ঢাকা-মালে রুটে প্রবাসীদের স্বার্থ রক্ষায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ভূমিকা প্রশংসনীয়।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানী মালে প্রবাসী ব্যবসায়ী মো. আব্দুল মান্নানের পরিচালনায় ফ্রেন্ডশিপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর ও মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের সিইও দুলাল হোসেন, ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, মা ইনভেস্টমেন্টের সিও আলতাফ হোসেন, ব্যবসায়ী জহিরুল ইসলাম, শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, আলিম দুরানী, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের লোকাল ডিরেক্টর হান্নান খান কবির, হাজী সাদেক, সোহেল রানা, নাসির হোসেন, মনির হোসেন, খায়রুল আমিন, মো. হাসান, আলী মাহমুদ, সৈকত আলীসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি ও গণমাধ্যম কর্মীরা।
স্বদেশীয় ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রবাসীদের কথা চিন্তা করে মালে-ঢাকা রুটে বিমান চলাচল চালু রাখায় দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তারই ধারাবাহিকতায় ফ্রেন্ডশিপ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট ক্রয়ের ক্ষেত্রে অর্জিত টাকাও বৈধভাবে দেশে পাঠানোর মাধ্যমে বাংলাদেশের রিজার্ভে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এমএ