প্রবাস স্কিম নিয়ে বাহরাইনে দূতাবাসের আলোচনা সভা
সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাস স্কিম সম্পর্কে জানাতে আলোচনা সভার আয়োজন করেছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে দূতাবাস প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। সরকারিভাবে পেনশন স্কিমের ব্যবস্থাপনা করা হবে। এই স্কিমের আওতায় সরকারি চাকরিজীবী বাদে দেশের সব নাগরিক পেনশন সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। কারও বয়স ১৮ বছরের বেশি হলেই এখন অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
তিনি বলেন, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন। কেউ চাইলে এই প্রক্রিয়ায় নিবন্ধন করে যুক্ত হতে পারবেন। এজন্য সরকার পৃথক একটি ওয়েবসাইট চালু করেছে। সর্বজনীন পেনশনের আওতায় আপাতত চার ধরনের স্কিম চালু করা হয়েছে। এর মধ্যে প্রবাসীদের জন্য প্রবাস স্কিম, বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রগতি স্কিম, স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা স্কিম এবং নিম্ন আয়ের মানুষের জন্য রয়েছে সমতা স্কিম।
রাষ্ট্রদূত বলেন, প্রবাস স্কিমের আওতাভুক্ত হতে বাহরাইনের বসবাসরত প্রবাসীদের আহ্বান জানাই। প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম চালু করার মাধ্যমে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আজ শুধু সরকারি চাকরিজীবী নয়, বরং আপনারা যারা প্রবাসে বসবাস করছেন তারাও সরকারের নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে এবং নির্দিষ্ট হারে মাসিক চাঁদা পরিশোধের মাধ্যমে প্রবাস স্কিমের আওতাভুক্ত হতে পারবেন। যা পরে আপনারা যখন বৃদ্ধ হয়ে যাবেন এবং উপার্জন করার ক্ষমতা থাকবে না, তখন আপনাদের জন্য সুন্দর জীবনযাপনের মাধ্যম হিসেবে কাজ করবে।
রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
/এসএসএইচ/