ট্রাম্পের কণ্ঠ থাকলেই কন্টেন্ট সরাবে ফেসবুক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নিজেদের অবস্থা কঠোর অবস্থানের কথা আবারও প্রকাশ করল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি পুত্রবধূ লারা ট্রাম্প তার পরিচালিত ‘দ্য রাইট ভিউ’য়ের জন্য ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও সাক্ষাৎকার গ্রহণ করেন। সে ভিডিওটি তিনি পরে ফেসবুকে আপলোড করেন। কিন্তু সঙ্গে সঙ্গে ফেসবুক ভিডিওটি সরিয়ে নেয়।
এ নিয়ে ট্রাম্পের ছেলে এরিকের স্ত্রী লারাকে ফেসবুকের পক্ষ থেকে একটি ইমেইল বার্তা পাঠানো হয়। ওই বার্তায় উল্লেখ করা হয় যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে তৈরি করা কোনো কিছুই তাদের প্লাটফর্মগুলোতে অনুমোদিত নয়। ইমেইলে আরও জানানো হয়, আমরা ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে যে নিষেধাজ্ঞা জারি করেছি। সেই নিষেধাজ্ঞার সঙ্গে সামঞ্জস্য রেখে তার কণ্ঠে পোস্ট করা আরও কন্টেন্ট সরিয়ে ফেলা হবে এবং প্রয়োজনে অ্যাকাউন্টগুলোতে অতিরিক্ত সীমাবদ্ধতা চালু করা হবে।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার পর তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি করে ফেসবুক। ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোও অনির্দিষ্টকালের জন্য তার অ্যাকাউন্ট স্থগিত করে। তাছাড়া স্ন্যাপচ্যাট এবং টুইটার স্থায়ীভাবে ট্রাম্পকে নিষিদ্ধ করে।
ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন ইউএসএটুডেকে জানান, সাবেক প্রেসিডেন্টের ওপর অনির্দিষ্টকালের স্থগিতাদেশের কারণে ভিডিওটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ট্রাম্পের মুখপাত্র জেসন মিলার বলেন, সাবেক প্রেসিডেন্ট তার নিজের সামাজিক নেটওয়ার্ক দিয়ে সোশ্যাল মিডিয়ায় আবার ফিরে আসবেন। তিনি বলেন, আমি মনে করি আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম তৈরির মাধ্যমে আগামী দুই-তিন মাসের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফিরে পাব।
জেসন মিলার আরও বলেন, সবাই প্রেসিডেন্ট ট্রাম্প কী করেন বা কীভাবে সোশ্যাল মিডিয়াতে ফিরে আসেন তা দেখার জন্য অপেক্ষা করে আছে। কারণ এটি তার নিজস্ব সোশ্যাল মিডিয়া।
এসএসএইচ