প্রবাসী শ্রমিকদের মরদেহ গ্রহণে বিমানবন্দরে বিশেষ ডেস্ক আবশ্যক
প্রবাসে নিহত বাংলাদেশি শ্রমিকদের মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দরে বিশেষ ডেস্ক করা আবশ্যক।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মানবাধিকার কমিশন কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কথা বলেন কমিশন চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদ।
তিনি বলেন, প্রবাসী মানুষের অর্জিত রেমিট্যান্সের ওপর আমাদের উন্নয়ন নির্ভর করে। যেসব দেশে প্রবাসীদের নিহত হওয়ার সংখ্যা বেশি সেসব দেশের সঙ্গে আমাদের বার্গেইন করতে হবে। তাদের বলতে হবে- পর্যাপ্ত সুরক্ষা দিতে পারলেই কেবল আমরা কর্মী পাঠাবো।
তিনি আরও বলেন, মানবপাচারের শিকার ভুক্তভোগীদের আইনি সেবা নিশ্চিত করা মানবাধিকারের অংশ। এজন্য ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষা আইন করা প্রয়োজন।
এদিন জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজিত মানবপাচারের শিকার ভুক্তভোগীদের আইনি সেবা সংক্রান্ত পরামর্শক সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন- জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক ফারহানা সাঈদ জানান, মানবাধিকার কমিশনের সদস্য মো. সেলিম রেজা, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী, কমিশনের সাবেক সদস্য ও সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, এটসেক বাংলাদেশের চেয়ারপার্সন মাসুদ আলী প্রমুখ।
জেইউ/এমজে