গুয়াতেমালায় রাষ্ট্রদূত আবিদার পরিচয়পত্র পেশ
মেক্সিকো সিটির গুয়াতেমালা হাউসে পররাষ্ট্রমন্ত্রী মারিও অ্যাডলফো বুকারোর কাছে পরিচয়পত্র পেশ করেছেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তিনি এ পরিচয়পত্র পেশ করেন। এ সময় তারা বাংলাদেশ ও গুয়েতেমালার মধ্যে অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন।
এ সময় গুয়াতেমালার উপ-পররাষ্ট্রমন্ত্রী এইচ ই রবার্তো আলফ্রেডো পালমা, রাষ্ট্রদূত মার্কো সোসা গার্লস, চিফ অব প্রটোকল এবং বাংলাদেশ দূতাবাস থেকে কাউন্সেলর উপস্থিত ছিলেন।
এই পরিচয়পত্র প্রদানের মধ্য দিয়ে রাষ্ট্রদূত আবিদা ইসলাম গুয়াতেমালা প্রজাতন্ত্রে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছেন। তিনি শিগগিরই গুয়াতেমালা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির কাছে তার মূল পরিচয়পত্র পেশ করবেন।
দ্বিপাক্ষিক আলোচনায় রাষ্ট্রদূত আবিদা ইসলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কথা তুলে ধরেন। সেই সঙ্গে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বিশ্ব শান্তিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করেন। এর পাশাপাশি স্বাধীনতার ৫২ বছরে অর্জিত বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলো সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করেন।
রোহিঙ্গা ইস্যুতে অব্যাহতভাবে সমর্থন প্রদানের জন্য তিনি গুয়াতেমালা সরকারকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানান। ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় গুয়াতেমালার ‘পবিত্র সপ্তাহ’-এর অন্তর্ভুক্তির জন্য তাকে অভিনন্দন জ্ঞাপন করেন।
এ সময় গত নভেম্বর মাসে (২০২২) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার টেলিফোনে কথোপকথনের সূত্র ধরে তিনি দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা মওকুফ চুক্তির বিষয়টিও উত্থাপন করেন। গুয়াতেমালার পররাষ্ট্রমন্ত্রী ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় গুয়াতেমালার ‘পবিত্র সপ্তাহ’-এর অন্তর্ভুক্তিতে বাংলাদেশের সমর্থনের জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ৫ম বৃহত্তম সেনা প্রেরণকারী দেশ হিসেবে তিনি এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ব্যবসা-বাণিজ্যসহ বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও তিনি জোর দেন।
আলোচনা শেষে উপহার বিনিময়কালে গুয়াতেমালার পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত আবিদা ইসলামকে তার দেশের নারী উদ্যোক্তাদের তৈরি ব্যাগে কফি উপহার দেন। এ সময় রাষ্ট্রদূত আবিদা ইসলাম তাকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘পিপলস হিরো’ বই দুটির ল্যাটিন আমেরিকান সংস্করণসহ জামদানি মোটিফের সিরামিক মগ উপহার দেন।
/এসএসএইচ/এমএ