পর্তুগালে প্রবাসী শিশুদের জন্য মক্তব উদ্বোধন
প্রবাসী শিশুদের ইসলাম সম্পর্কে জ্ঞান এবং কোরআন শিক্ষার জন্য পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে পরিচালিত হযরত খাদিজা (রা.) মসজিদ প্রাঙ্গণে মক্তব উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আসা অতিথিরা প্রবাসের মাটিতে এ রকম উদ্যোগ নেওয়ার মসজিদ ও মাদ্রাসা কমিটিকে সাধুবাদ জানান।
মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি আতিকুর রহমান তার বক্তব্যে প্রবাসে সবার সন্তানকে ইসলামিক শিক্ষা দেওয়ার আহ্বান জানান। ইসলাম ধর্মকে সঠিকভাবে চেনা ও কোরআন সম্পর্কে যথার্থ জ্ঞানার্জনের জন্য সবাইকে তাদের সন্তানদের মাদ্রাসায় নিয়ে আসার আহ্বান জানান।
রোববার (১৭ জুলাই) দুপুরে মসজিদ কমিটির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে এবং গোলাম ইয়াহহিয়া রুপনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকাররম জামে মসজিদ সভাপতি রানা তাসলিম উদ্দিন এবং খতিব অধ্যাপক আবু সাঈদ, মাওলানা আলাউদ্দিন, ফুঁজায়েল আহমদ ফয়েজ, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের কোষাধক্ষ্য জাহিদ কায়সার, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর আহমদ। মসজিদ কমিটির মধ্যে উপস্থিত ছিলেন জুবায়ের কবির, মাহবুবুর রহমান খান, আজিজুর রহমান খান, আলী আকবর প্রমুখ।
জেডএস