আমিরাতে একদিনে করোনা শনাক্ত ১৭৬৯, মৃত্যু ২
সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ জন।
বুধবার (২৯ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ সময় ১ লাখ ৯২ হাজার ৫৬৭ জনের করোনা পরীক্ষা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১৬৯.৭ মিলিয়নেরও বেশি পিসিআর পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৪৪ হাজার ২২ জন, মারা গেছেন ২ হাজার ৩১৫ জন এবং মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ২৪ হাজার ১৯২ জন।
করোনা সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে আমিরাত স্বাস্থ্য বিভাগ।
সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম করোনা শনাক্ত হয়। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও এখন আবারও বৃদ্ধি পাচ্ছে।
আইএসএইচ