পদ্মা সেতুর উদ্বোধনে মিশিগানে মিষ্টি বিতরণ
পদ্মা সেতু উদ্বোধনের আনন্দের সুবাতাস দেশের গণ্ডি পেরিয়ে এসে লেগেছে যুক্তরাষ্ট্রের মিশিগানের প্রবাসীদের মাঝে। বাংলাদেশি প্রবাসীরা ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হামিনার ভূয়সী প্রশংসা করেছেন।
সেতু উদ্বোধনের খবরে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেছে মিশিগান মহানগর আওয়ামী লীগ। রোববার (২৬ জুন) সন্ধ্যার দিকে বাংলাটাউন খ্যাত হ্যামট্রামিক শহরের রেশমী রেস্টুরেন্টে এক আনন্দ সভায় মিলিত হন দলের নেতাকর্মীরা। এ সময় তারা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
আনন্দ সভায় সভাপতিত্ব করেন মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুস শাকুর খান মাখন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব। বক্তব্য রাখেন সহ-সভাপতি আজাদ খান, আব্দুল মালিক, আসকির আলী, যুগ্ম সম্পাদক মীজান মিয়া জসীম, মৃদুল কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ইজাজুল হোসাইন, যুগ্ম সদস্য সচিব আলী আজগর খান হামিদ, এনামুল হক, জুবায়ের আহমদ, শামসুল হুদা পাশা, আমিরুল ইসলাম খচ্ছরু, এজে পাশা, ছাত্রলীগ নেতা এমরান চৌধুরী রাজিব, জিসান প্রমুখ।
বক্তারা বলেন, পদ্মা সেতু বড় একটি চ্যালেঞ্জ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। নির্মাণ শুরুর আট বছরের মধ্যে জনগণের স্বপ্ন তিনি পূরণ করেছেন। প্রধানমন্ত্রী এ প্রকল্প বাস্তবায়নে চমক দেখিয়েছেন। পদ্মা সেতুর কারণে দক্ষিণবাংলার ৩ কোটি মানুষ স্বল্প সময়ে রাজধানী ঢাকায় যেতে পারছে। কৃষি, মৎস্য ও পর্যটন শিল্পে বইতে শুরু করেছে সুবাতাস। এতে বৃদ্ধি পাবে দেশের জিডিপি। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ জন্য দেশের মানুষ আনন্দ-উল্লাস করছে। কিন্তু তা বিএনপি-জামায়াতের সহ্য হচ্ছে না। তাই তারা আবোল তাবোল বকছে।
আরএইচ