চীনে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন
চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি জেনারেলের হলরুমে বড় স্ক্রিনে কনস্যুলেট দেখানোর ব্যবস্থা করা হয়।
কুনমিংয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও শিক্ষার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অনুষ্ঠান উপভোগ করতে কনস্যুলেটে জড়ো হন।
কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম আগতদের স্বাগত জানান এবং পদ্মা সেতু নির্মাণের বিস্তারিত তথ্য তাদের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, এ সেতু নির্মাণের প্রতিটি ধাপে সরকার নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহস, দৃঢ় প্রতিজ্ঞা ও যোগ্য নেতৃত্বে সকল বাধাবিপত্তি পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করেছে সরকার।
তিনি আরও বলেন, এ সেতু নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থায় যে নবদিগন্তের সূচনা হলো তা জনগণের জীবনমান উন্নয়নসহ বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
ওএফ