আমিরাতে আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সেন্ড মেরিন হোটেলে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ মইনুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইফতেখার হোসাইন বাবুল।
বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ ইমরাদ হোসেন ইমু, সহ সভাপতি মুহাম্মদ শওকত আকবর, সহ সভাপতি মুহাম্মদ জামশেদুল আলম, মুহাম্মদ জাহাঙ্গীর কবির বাপ্পি, মুহাম্মদ মনির হোসেন, মুহাম্মদ আবু তাহের তারেক, মুহাম্মদ মুহাম্মদ কামরুল হোসেন, মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ সেলিম উল্লাহ আনসারি, মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ রিয়াদ হোসেন রাজু, মুহাম্মদ এরশাদসহ আরও অনেকে। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইফতেখার হোসাইন বাবুল বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। যে কাজে বা কথাবার্তায় সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয় সে ধরনের কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার অনুরোধ জানান। পাশাপাশি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি।
এসএসএইচ