চলতি মাসে দুবাই কনস্যুলেটে চালু হচ্ছে পাসপোর্ট হোম ডেলিভারি
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেছেন, প্রবাসীদের সেবা দিতে নানামুখী উদ্যোগ নিয়েছে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট। বিশেষ করে পাসপোর্ট সেবা সহজকরণসহ ঘরে ঘরে পাসপোর্ট পৌঁছে দেওয়ার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হবে। এটি চলতি মাসেই শুরু হতে পারে৷
বৃহস্পতিবার (২ জুন) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নব নির্বাচিত কমিটি দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল সঙ্গে মতবিনিময় করে। এসময় কনসাল জেনারেল প্রবাসীদের সমস্যা-সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরায় ক্লাবের সদস্যদের প্রশংসা করেন এবং এ কথা বলেন।
এছাড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের জন্য যাবতীয় সেবা দেওয়া আরও সহজ করার জন্য বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সহযোগিতা চেয়েছেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
মতবিনিময়কালে প্রবাসীদের পক্ষে বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নেতারা প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বেশকিছু দাবি তুলে ধরেন। বাংলাদেশ কনস্যুলেটের অভ্যর্থনা প্রাঙ্গণ শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া, সময়ের দূরত্ব কমিয়ে নতুন পাসপোর্ট হোম ডেলিভারি দেওয়া, বাংলাদেশ মিশনে পাসপোর্ট ছাপার মেশিন স্থাপন, অবৈধ লেনদেন তথা হুন্ডি বন্ধে উদ্যোগ নেওয়া ও ভিজিট ভিসায় প্রবাসে এনে দুর্বিষহ জীবনে ছেড়ে দেওয়া দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কনস্যুলেট বরাবর দাবি করেন নেতারা।
এসব দাবির পরিপ্রেক্ষিতে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, প্রবাসীদের সেবা দিতে নানামুখী উদ্যোগ নিয়েছে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট। বিশেষ করে পাসপোর্ট সেবা সহজকরণসহ ঘরে ঘরে পাসপোর্ট পৌঁছে দেওয়ার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হবে। এটি চলতি মাসেই শুরু হতে পারে৷ মিশন কেন্দ্রিক প্রবাসীদের পাসপোর্ট ছাপার জন্য মন্ত্রণালয়ে মেশিনের আবেদন করা হয়েছে। কনস্যুলেটে ছাপার মেশিন এসে গেলে প্রবাসীদের সময়ের দূরত্ব কমে যাবে।
ভিজিট ভিসা নিয়ে প্রতারণার ফাঁদে পা না দিতে বিদেশগামীদের অনুরোধ করে তিনি জানান, ভিজিটে আমিরাতে এনে প্রবাসীদের দুর্বিষহ জীবনে ছেড়ে দেওয়া দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি প্রবাসীদের অবৈধ পথে লেনদেন বন্ধের জন্যে রেমিট্যান্স মেলার আয়োজন, সাহিত্য-সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রবাসীদের অংশগ্রহণের লক্ষ্যে বইমেলার উদ্যোগ নেওয়ার বিষয়গুলো তুলে ধরেন কনসাল জেনারেল।
তিনি বলেন, এসব কাজ ও প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সেবাগুলো সহজভাবে পৌঁছে দিতে বাংলাদেশ প্রেসক্লাব মিশনের সহযোগিতা করতে হবে।
এ সময় বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ কাজী ফয়সাল, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শিবলী আল সাদিক, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, অর্থ সম্পাদক মুহাম্মদ ইছমাইল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইশতিয়াক আহমেদ, সদস্য ওসমান চৌধুরী, শামসুল হক, সাজন আহমদ সাজু, আশরাফুল ইসলাম ভূঁইয়া, খোরশেদুল আলম জাসেদ ও আরিফ সিকদার বাপ্পী উপস্থিত ছিলেন।
আইএসএইচ