যে কারণে অস্ট্রেলিয়ায় দুদিন ঈদ
দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় ঈদ কিছুটা মলিন হলেও আগ্রহের কমতি নেই বাংলাদেশি প্রবাসী মুসলিমদের মধ্যে। এখানে সংশয় আছে ঈদ উদযাপনের দিনক্ষণ নিয়ে। প্রতি বছরই দু-ভাগে ভাগ হয়ে যান এখানকার মুসলিমরা। কেননা এখানে ঈদ পালিত হয় দুটি পৃথক দিনে। চাঁদ দেখার রীতি ও পঞ্জিকার হিসাব এ দুইয়ের মধ্যে গড়মিল থাকায় এ পার্থক্য দেখা যায় দেশটিতে।
২ মে (সোমবার) ও ৩ মে (মঙ্গলবার) এ দুদিন অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর পালিত হবে। সোমবার ঈদ পালনের সিদ্ধান্ত হয়েছে পঞ্জিকার সাহায্য নিয়ে, যা অস্ট্রেলিয়ায় ফতোয়া কাউন্সিল থেকে অফিসিয়ালি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। বাংলাদেশিদের কিছু অংশ এ দিনে ঈদ করছেন। ফতোয়া কাউন্সিলকে নেতৃত্ব দিচ্ছেন গ্র্যান্ড মুফতি ইব্রাহিম আবু মুহাম্মদ।
অন্যদিকে, পরদিন মঙ্গলবার ঈদ পালন করবেন চাঁদ দেখায় বিশ্বাসীরা। মুন সাইটিং অস্ট্রেলিয়া রোববার অস্ট্রেলিয়ার প্রতিটি রাজ্য থেকে সর্বশেষ তথ্য নিয়ে এ সিদ্ধান্তে উপনীত হন। সংগঠনটির কো-অর্ডিনেটর সাব্বির আহমেদ জানান, কোথাও চাঁদ যায়নি, তাই এ বছর ত্রিশটি রোজা রাখতে হবে। বাংলাদেশি কমিউনিটির বাকি অংশ ও দক্ষিণ এশিয়া থেকে আসা মুসলিমদের বড় একটি অংশ চাঁদ দেখে ঈদ পালন করে।
তবে ঈদ নিয়ে বিভক্তির কারণে বিভ্রান্ত হচ্ছেন কেউ কেউ। কোন দিন ঠিক ঈদ পালন করবেন এ নিয়ে আছে সংশয়। আক্ষেপের সুরে ধর্মপ্রাণ এক মুসলিম জানান, অস্ট্রেলিয়ায় মুসলিম কমিউনিটি ঐক্যবদ্ধ হলে ইসলামের সৌন্দর্য আরও বেশি ছড়িয়ে পড়ত, সামগ্রিকভাবে আদায় করা যেত ঈদের সরকারি ছুটি।