ঈদ আনন্দ ভাগাভাগি করতে দেশে ছুটছেন প্রবাসীরা
দীর্ঘ দুই বছর করোনা সংকট কাটিয়ে স্বস্তি ও স্বাভাবিক পরিবেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে দেশে ছুটছেন প্রবাসীরা। এ উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশে ফিরতে বিমানের টিকিটের জন্য ভিড় দেখা যায় বিমানবন্দরে।
ঈদের মৌসুমে যাত্রীদের চাপ বেশি হওয়ায় বিমানে ভাড়াও ক্লাস বেধে বেড়েছে অন্য সময়ের তুলনায় দ্বিগুণ। কুয়েত-ঢাকা রুটের বিমানের সরাসরি ভাড়া ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকার মতো। করোনার পূর্বে কুয়েত ঢাকা রুটে বাংলাদেশ বিমানের সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা হতো এখন ৩টি ফ্লাইট পরিচালিত হয়। যার কারণে বাধ্য হয়ে অন্যদেশে ট্রানজিট এয়ারলাইনসে ঈদের আগ মুহূর্তে দেশে ছুটছেন প্রবাসীরা।
বাংলাদেশ বিমানের কুয়েত-চট্টগ্রাম রুটে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে বাড়ি ফিরতে যাত্রা পথে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয় চট্টগ্রাম রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালীর কুয়েত প্রবাসীদের। এই রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি জানান প্রবাসীরা।
আইএসএইচ