বিএনপিকে আগে শহীদ মিনারে যেতে দিল আওয়ামী লীগ
এবারের একুশে ফেব্রুয়ারিতে প্রকাশ্য রাজপথে জনসমক্ষে নীরবে ঘটে গেল অন্যরকম এক ঘটনা, তৈরি হলো সহনশীলতার এক নজির। সরকারি দল হওয়া সত্ত্বেও বিএনপিকে শহীদ মিনারে আগে শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিল আওয়ামী লীগ।
সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে এবং ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে দলে দলে আসতে শুরু করে মানুষের ঢল। আওয়ামী লীগ নেতাকর্মীরা সমবেত হন তাদের পূর্বনির্ধারিত স্থান নিউমার্কেটের দক্ষিণ ফটকের সামনের রাস্তায়।
সকাল পৌনে সাতটা। তখনও আওয়ামী লীগের বিভিন্ন শাখা ও অঙ্গসংগঠনের ব্যানারে আসছে মানুষ। সাড়ে সাতটার সময় সামনে থাকা কেন্দ্রীয় নেতারা প্রভাত ফেরি শুরুর প্রস্তুতি নিয়েছেন, ঠিক এই সময়ে দেখা গেল নিউমার্কেট মোড়ের কাছে বিএনপির প্রভাত ফেরির মিছিল।
বেশ খানিক সামনে এগিয়ে থাকা আওয়ামী নেতারা হাঁটা শুরু করলেই বিএনপির মিছিলকে বাধ্য হয়ে থামতে হয় এবং লীগের দীর্ঘ লাইন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। আশপাশের সবার চেহারায় তখন উৎকণ্ঠার ছাপ সুস্পষ্ট। কী হয়! কী ঘটে!
তারা একবার বিএনপির মিছিলের দিকে তাকায় আরেকবার আওয়ামী লীগের লাইনের সামনে থাকা নেতাদের দিকে। সেখানে তখন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আবদুল আউয়াল শামীম, শাহজাহান খান উপস্থিত।
কিন্তু নাহ, আওয়ামী লীগ নেতারা অগ্রসর হলেন না। তারা রাস্তার একপাশে দাঁড়িয়ে থেকে বিএনপির মিছিলটিকে শহীদ মিনারের দিকে যেতে দিলেন। তাদের পাশ দিয়ে নানা স্লোগান দিতে দিতে চলল বিএনপির প্রভাত ফেরি। আগে এসেও আধা ঘণ্টার বেশি সময় অপেক্ষা করলেন লীগের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা সচরাচর নিউমার্কেট এলাকায় সবাই জমায়েত হয়ে শহীদ মিনারে যাই, আজও আমরা নিউমার্কেটের সামনে থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। এমন সময় বিএনপির একটি মিছিল আসার পর আমরা তাদের যাওয়ার সুযোগ করে দিয়েছি।’
তিনি বলেন, ‘অবশ্য উস্কানিমূলক নানা বিতর্কিত স্লোগান দিতে দিতে তারা যাচ্ছিলেন। বিতর্কিত স্লোগান দেওয়ার পরও আমাদের নেতাকর্মীরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে বিএনপির নেতাকর্মীদের মিছিল নিয়ে শহীদ মিনারে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। অবশ্য বিএনপির এ মিছিল যাওয়ার সুযোগ করে দিতে গিয়ে আমাদের প্রায় ৪০ মিনিট অপেক্ষা করতে হয়েছে।’
পিএসডি/আরএইচ