গণ-আন্দোলন গড়ে তুলে অন্যায় তৎপরতা রুখে দেওয়ার আহ্বান সাকির
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, জনগণকে বলতে চাই সব ভয়-ভীতি অতিক্রম করে আসুন ঐক্যবদ্ধভাবে আমরা গণ-আন্দোলন গড়ে তুলে এ সরকারের সমস্ত অন্যায় তৎপরতাকে রুখে দেই।
রোববার (১৩ ফেব্রুয়ারি) কারওরান বাজার ওয়াসা ভবনের সামনে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের উদ্যোগে ওয়াসার পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, করোনাকালে মানুষের জীবনযাত্রা সংকটাপন্ন, এই করোনাকালে ইতোমধ্যে দুইবার পানির দাম বাড়িয়েছে ওয়াসা। তারা আবার পানির দাম বাড়াতে চায়। শুধু পানির দাম নয়, গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোর গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করে রেখেছ। তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাজারে সিন্ডিকেট দাম বাড়াচ্ছে আর সরকার দাম পুননির্ধারণ করে তার বৈধতা দিচ্ছে।
গণসংহতি আন্দোলনের এই প্রধান সমন্বয়ক বলেন, মানুষের পেটে লাথি মারো, তাদের পকেট হাতিয়ে নাও, ছিনতাই করো, এরপর সেই টাকা দিয়ে যত রকমের লুটপাট আর দুর্নীতি আছে সেখানে টাকার যোগান দাও। এটা তারা করতে পারছে কারণ পুরো রাষ্ট্রযন্ত্রটাকে তারা পকেটে ঢুকিয়ে রেখেছে। ভোট ছাড়া এ সরকার ওপর স্টিম রোলার চালাচ্ছে।
জোনায়েদ সাকি আরও বলেন, তারা (সরকার) ভাবছে এভাবেই স্থায়ীভাবে টিকে থাকতে পারবে। মুষ্টিমেয় গোষ্ঠীকে এ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কর্তাব্যক্তিরা যারা সরকারকে ক্ষমতায় রেখেছে জনগণের ওপর স্টিম রোলার চালিয়ে। তাদের পকেটের টাকা যোগান দিতে পারলেই ক্ষমতায় নিশ্চিত থাকবে।
‘সরকারকে বলতে চাই এভাবে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। তাই দাম বৃদ্ধির তৎপরতা বন্ধ করুন না হলে প্রবল গণআন্দোলনের জন্য অপেক্ষা করুন।’
গ্যাস, পানি, তেলের দামসহ নিত্যপণ্যের দাম যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আগামী দিনে সম্মিলিতভাবে ব্যাপক গণ-আন্দোলন গড়ে তুলবো এমন হুুঁশিয়ারি দিয়ে সাকি বলেন, আমরা সাধারণ জনগণ নিজেদের বাঁচার স্বার্থে রাজপথে নামতে হবে। তাদের দমন-নিপীড়নের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ট্যাক্সের পয়সায় সরকারি চাকরিজীবিদের বেতন হয়। তাই জনগণের ওপর নির্যাতন করতে আসবেন না। তাহলে কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে। সরকারের অন্যায় তৎপরতায় সহযোগিতা করা আপনার কর্তব্য নয়। এজন্য কিন্তু জনগণের আদালতে মুখোমুখি হতে হবে আপনাদের।
বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে সিপিবির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, নাগরিক সমাজের সমন্বয়ক মোহম্মাদ শেখ ফরিদ উদ্দিনসহ সামাজিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এএসএস/এসএম