আবারও বামজোটের সমন্বয়ক হলেন সাইফুল হক
বাম গণতান্ত্রিক জোট তুন সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার (১ জানুয়ারি) থেকে পরবর্তী তিন মাসের জন্য বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নতুন সমন্বয়কের দায়িত্ব পালন করবেন তিনি।
শুক্রবার (৩১ ডিসেম্বর) জোটের নেতা রাজেকুজ্জামান রতনের সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
২০১৮ সালের ১৯ জুলাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন মিলে গঠিত হয় বাম গণতান্ত্রিক জোট।
২০১৮ সালে জোট গঠনের পর সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন সাইফুল হক। এখন আবার তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণত প্রতি তিন মাস পরপর এ জোটের সমন্বয়কের দায়িত্বে পরিবর্তন আসে।
এএইচআর/আইএসএইচ