ইনুর নেতৃত্বে বঙ্গভবনে জাসদের প্রতিনিধি দল
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। বুধবার বিকেল সাড়ে ৩টায় দলটির সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনের ভেতরে প্রবেশ করে। বিকেল ৪টা থেকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শুরু হয়।
প্রতিনিধি দলে আরও রয়েছেন সাধারণ সম্পাদক শিরীন আক্তার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন, রেজাউল করিম তানসেন।
বঙ্গভবনে প্রবেশের সময় কী কী প্রস্তাব করবেন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ইনু বলেন, ‘এসে কথা বলব।’
সার্চ কমিটি গঠনে কারো নাম প্রস্তাব করবেন কি না জানতে চাইলে একই উত্তর দেন তিনি।
জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সঙ্গে সংলাপের মধ্যে দিয়ে গত সোমবার রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়।
এইউএ/এসকেডি