শুরু হচ্ছে বিএনপির বিজয় র্যালি
মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালির আয়োজন করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এটি শুরু হবে।
দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে র্যালি শুরু হওয়ার কথা ছিল। তবে আড়াইটা পার হলেও তা শুরু হয়নি। শান্তিনগর মোড়, ফকিরাপুল মোড় ঘুরে নয়াপল্টনে এসে এটি শেষ হওয়ার কথা রয়েছে।
র্যালি উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে টানানো ব্যানারে খালেদা জিয়ার মুক্তি চাওয়ার বিষয়টি লেখা রয়েছে।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আমাদের বিজয় র্যালির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। শান্তিনগর মোড় হয়ে ফকিরাপুল ঘুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এটি শেষ হবে।
র্যালিতে অংশ নিতে রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড-থানা থেকে মিছিল নিয়ে জড়ো হয়েছেন বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা ব্যানার-ফেস্টুনে খালেদা জিয়ার মুক্তির দাবি লিখে নিয়ে কার্যালয়ে এসেছেন।
বিএনপির বিজয় র্যালিকে কেন্দ্র করে ইতোমধ্যে নেতাকর্মীদের উপস্থিতিতে নয়াপল্টনের ভিআইপি সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিজয় র্যালিতে অংশ নিচ্ছেন। অস্থায়ী মঞ্চে উপস্থিত রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।
এএইচআর/আরএইচ