হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব হচ্ছেন সাজিদুর রহমান
মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী মারা যাওয়ায় পর হেফাজতে ইসলামের মহাসচিব কে হচ্ছেন তা নিয়ে আলোচনা চলছে নেতাকর্মীদের মধ্যে। তবে হেফাজতের একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে ভারপ্রাপ্ত মহাসচিব হতে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা সাজিদুর রহমান। বর্তমানে তিনি হেফাজতের যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে সোমবার (২৯ নভেম্বর) রাতে হেফাজতের নায়েবে আমির আল্লামা সালাউদ্দিন নানুপুরী ঢাকা পোস্টকে বলেন, হেফাজতের মহাসচিব হিসেবে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা সাজিদুর রহমানের কথা চিন্তা করছি। উনি হয়তো মহাসচিবের দায়িত্ব পেতে পারেন। আজ রাতের মধ্যেই মহাসচিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সবাইকে মহাসচিব নির্বাচনের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
হেফাজতের সাংগঠনিক সম্পাদক মীর ইদরিস ঢাকা পোস্টকে বলেন, যুগ্ম মহাসচিবদের মধ্যে সাজিদুর রহমান সবার সিনিয়র। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে ওনাকেই দায়িত্ব দেওয়া হতে পারে।
চলতি বছরের ৭ জুন হেফাজতের কমিটি গঠন করা হয়। যেখানে মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন নুরুল ইসলাম জিহাদী।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার থেকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নুরুল ইসলাম জিহাদী। তার ছেলে মোর্শেদ বিন নূর গতকাল জানিয়েছিলেন, শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বাবাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন নিয়ে কর্মব্যস্ত ছিলেন নুরুল ইসলাম জিহাদী। সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।
কেএম/জেডএস