প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ শুরু
চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) সকাল পৌনে ১০টায় এ সমাবেশ শুরু হয়। এদিকে সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে এ এলাকায় জড়ো হতে থাকেন। বর্তমানে সেখানে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী অবস্থান নিয়েছে। যার ফলে ওই এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
এদিকে প্রেস ক্লাবের সামনের রাস্তায় সমাবেশের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নেতাকর্মীরা দলীয় চেয়ারপারসনের সুচিকিৎসাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন। এরই মধ্যে মহানগর ও কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা আছে। তবে তিনি এখনও সমাবেশস্থলে এসে পৌঁছাননি। এছাড়া উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।
এদিকে একই দাবিতে গত শনিবার দিনভর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণঅনশন করেছে বিএনপি নেতাকর্মীরা। রোববার জাতীয় সংসদের সামনে আয়োজিত মানববন্ধনে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিএনপির সংসদ সদস্যরা।
এমএইচএন/এসএম