সরকারের খায়েশ মেটানো পর্যন্তই সিনহা ভালো ছিলেন : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা যতদিন সরকারের খায়েশ মেটাতে পেরেছিলেন, ততোদিন ভালো ছিলেন। সরকারের খায়েশ যেদিন মেটাতে পারেননি, সেদিন খারাপ হয়ে গেছেন।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যদি চাকরি রক্ষা করতে বর্তমান সরকারকে সন্তুষ্ট করতে হয়, তাহলে পরবর্তী সরকারকে সন্তুষ্ট করতে গেলে জেলেও যেতে হতে পারে। ব্যাক প্রেসিডেন্স কোনো জাতির জন্য মঙ্গলজনক নয়। বর্তমান প্রধানমন্ত্রী এ কথা বোঝেন না। যেদিন বুঝবেন সেদিন করার কিছু থাকবে না।
তিনি বলেন, আজ অনেকে জিয়াউর রহমানের নাম মুছে দেওয়ার চেষ্টা করছে। কারণ জিয়াউর রহমানকে যদি আড়াল করা যায়, তাহলে সত্য-মিথ্যা মিলিয়ে একটি গল্প বানানো যায়, কিছুক্ষণের জন্য জনগণের কাছ থেকে তাকে ভোলানো যায়।
তিনি আরও বলেন, যারা জিয়াউর রহমানের নাম মুছে দিতে চাচ্ছে, একসময় তারাই ইতিহাসের পাতা থেকে ঝরে যাবে। এখন সামনে-পেছনে র্যাব-পুলিশ আছে। তাই তারা বুঝতে পারছে না। যখন বুঝবে, তখন আর সময় থাকবে না।
প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আপনি বলছেন, কষ্ট লাগছে, বিএনপিটা শেষ হয়ে যাচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে বলব, যদি সৎ সাহস থাকে, তবে আপনি পদত্যাগ করে একটি নির্বাচন দিন। তাহলে বুঝতে পারবেন, বিএনপি শেষ নাকি আপনার আওয়ামী লীগ শেষ।
তিনি বলেন, ক্ষমতায় যতদিন আছেন, ততদিন থাকবেন, ক্ষমতা হারানোর পর আপনার আওয়ামী লীগ আর থাকবে না। কারণ ১৫ আগস্ট সকালে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়নি।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএইচএন/আরএইচ