আ.লীগ গণতন্ত্র দেওয়ার কে, প্রশ্ন মির্জা ফখরুলের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পত্রিকায় দেখলাম ওবায়দুল কাদের বলেছেন, তারা (আওয়ামী লীগ) গণতন্ত্র না দিলে আমরা নাকি সমালোচনা করতে পারতাম না। আওয়ামী লীগ গণতন্ত্র দেওয়ার কে? আমরা মুক্তিযুদ্ধের সময় রক্ত দিয়ে অধিকার অর্জন করেছি। পরে গণতন্ত্রের জন্য আরও লড়াই করেছি।
রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুপুরে নাখালপাড়া-শাহীনবাগ থেকে দলীয় নেতাকর্মীদের আটকের বিষয়ে কথা বলতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ চিরকাল ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করেছে। সেটাকে পাকাপোক্ত করার জন্য বারবার বিএনপিকে ধ্বংস, নির্মূলের জন্য দলের নেতা-কর্মীদের হয়রানি মিথ্যা মামলা, গ্রেফতার, হত্যা সবকিছু করছে।
দলের নেতাকর্মীদের আটকের বিষয়টিকে কোনোভাবেই গণতান্ত্রিক ব্যবস্থা বলা যাবে না- উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটি ভয়ংকর ফ্যাসিবাদী ব্যবস্থা। হিটলার-মুসোলিনিরাও ফ্যাসিস্ট, তারা এভাবেই গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন, ভোটের অধিকার হরণ করেছিলেন।
দুর্গা উৎসবকে কেন্দ্র করে সারা দেশে প্রায় ১০ হাজার মানুষকে সরকার মিথ্যা মামলা দিয়েছে বলে জানান মির্জা ফখরুল।
বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় বিএনপি কোনোভাবেই নির্বাচনে যাবে না। তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলেও জানান দলের মহাসচিব।
এএইচআর/আরএইচ