দেশকে বিএনপিশূন্য করতে বেপরোয়া আওয়ামী লীগ : সালাম
ক্ষমতা হারানোর আতংকে দেশকে বিএনপিশূন্য করতে আওয়ামী লীগ সরকার বেপরোয়া হয়ে মাঠে নেমেছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপি কমিটির আহ্বায়ক আবদুস সালাম।
তিনি বলেন, মহামারি করোনাকালেও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়নের অংশ হিসেবে মিথ্যা, গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান অবৈধ আওয়ামী সরকার।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা বলেন তিনি।
দেশের জনগণ এখন আওয়ামী সরকারের নিষ্ঠুরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে সালাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের যখন ত্রাহি ত্রাহি অবস্থা, তখন সরকার মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতেই নানা ধরনের অপকর্মের আশ্রয় নিচ্ছে। কিন্তু এসব অপকর্ম করে পার পাবে না ক্ষমতাসীনরা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, হারুনুর রশীদ হারুন, এস কে সিকান্দার কাদির, সিরাজুল ইসলাম সিরাজসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন আবদুস সালাম।
এএইচআর/এইচকে