১২ শতাধিক ইউনিয়নে আ.লীগের নারী প্রার্থী ৩০
দুই ধাপে ১ হাজার ২১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ৩০ নারী। দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউনিয়নে ১৮ জন আর প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়নে ১২ জন নারী চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রার্থী তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
গত ৭ অক্টোবর থেকে ৫ দফায় দফায় দ্বিতীয় ধাপের ৮৪৮ ইউনিয়নে প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ। ওই তালিকা থেকে দেখা যায়, বাগেরহাট জেলার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে মোসা সুলতানা পারভীন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নে মোসা কামরুন্নাহার শিমুল, নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে মোছা. আফেলাতুন নেছা, রানীনগর উপজেলার রানীনগর (খট্টেশ্বর) ইউনিয়নে মোছা. চন্দ্রনা সারমিন, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে মোছা. নিলুফার ইয়াসমিন, চান্দাই ইউনিয়নে মোছা. শাহানাজ পারভীন, শেরপুর সদর উপজেলার ভাতশালাতে নাজমুন নাহার মনোনয়ন পেয়েছেন।
এছাড়াও ফুলবাড়িয়া উপজেলার বালিয়ানে হাজেরা খাতুন, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার দেউলীতে দে. তাহ্ মিনা, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জে শাহানা বেগম, শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়াতে আসমা আক্তার, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহে শারমিন আক্তার নাসরিন, ভেড়ামারা উপজেলার বাহিরচরে রওশন আরা বেগম, ঝিনাইদহ মহেশপুর উপজেলার এসবিকে ইউপিতে মোছা. শামীমা সুলতানা, মাগুরা সদর উপজেলার মঘীতে হাচনা হেনা, খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নে আফরোজা খানম, পটুয়াখালী সদর উপজেলার বদরপুরে তানজিন নাহার সোনিয়া, কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে খোদেসতা বেগম রীনা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
এর আগে চলতি বছরের ১৩ মার্চ ঘোষিত প্রথম ধাপের ৩৭১ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ নারী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। তাদের মধ্যে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নে ফারহানা নাজনীন, ফকিরহাট উপজেলার ফকিরহাট ইউনিয়নে শিরীনা আক্তার, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নে অর্চনা দেবী বড়াল (ঝর্ণা), সন্তোষপুর ইউনিয়নে বিউটি আক্তার, কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নে নাজমা আক্তার, মোংলা উপজেলার সোনাইতলা ইউনিয়নে নাজিনা বেগম নারজিনা মনোনয়ন পান।
এছাড়াও মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নে মোরশেদা আক্তার, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে মোসা শারমীন জাহান, বরগুনা জেলার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নে সোহেলী পারভিন, বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে বেবী রানী দাস, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে জেসমিন আক্তার, রাজাপুর উপজেলার শুক্তগড় ইউনিয়নে বিউটি সিকদার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন।
এর আগে গত ৩০ জানুয়ারি ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মোসা. রাবেয়া বেগম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১৭১ ভোটে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন। রাবেয়া বেগম ৪ হাজার ৮৫৯ ভোট পেয়েছিলেন।
এইউএ/এসকেডি