প্রতিহিংসার রাজনীতির ধারক ও বাহক বিএনপি
বিএনপি প্রতিহিংসার রাজনীতির ধারক ও বাহক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনাকে মুছে দিতে চেয়েছিল তৎকালীন বিএনপি জোট সরকার।
খালেদা জিয়ার একাধিক জন্মদিনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এসব তথ্য হাওয়া থেকে পাওয়া নয়, এসব তথ্য ওনার জীবনী থেকে পাওয়া।
তিনি বলেন, গত ২৬ বছর ধরে ভুয়া জন্মদিন পালনের মধ্য দিয়ে বিএনপি জাতির সঙ্গে তামাশা করে আসছে। বিশ্বাসঘাতকতার পেছন থেকে ছুরি মারার উত্তরাধিকার বিএনপি।
যুক্তরাষ্ট্রে শাখা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট, লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
আব্দুল গাফফার চৌধুরী বলেন, ‘২০০৪ সালে এই দিনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বর্বরোচিত গ্রেনেড হামলা হয়েছিল। আল্লাহর মেহেরবানীতে তিনি বেঁচে যান। আমরা হারাই বেগম আইভি রহমানসহ অনেককে যারা দেশের সেবায় নিয়োজিত ছিলেন। এই গ্রেনেড হামলা যারা করেছিলেন, তাদের প্রধান তারেক রহমান এখনও জীবিত, শাস্তির বাইরে, লন্ডনে পালিয়ে আছেন। বিভিন্ন সময় তাকে দেখা যায় তাদের বিএনপির ব্যানারে বক্তব্য বিবৃতি দেন। কিছু মিথ্যা কথা ছাড়া তার কোনো রাজনৈতিক বক্তব্য নেই’।
এইউএ/জেডএস